উত্তর কোরিয়ায় অজানা রোগে ভুগছে শত শত পরিবার, মোকাবিলায় মেডিক্যাল টিম

অনলাইন ডেস্ক, ২০ জুন।। এমনিতেই করোনা মহামারিতে দিশাহারা অবস্থা উত্তর কোরিয়ার। তার মধ্যে এক অজানা রোগে ভুগছে শত শত পরিবার। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় মেডিক্যাল দল।

দেশের এই দুর্দিনে ব্যক্তিগত ভাবে ওষুধ সরবরাহের কাজে হাত লাগিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ও তার বোনও। উল্লেখ্য, সে দেশে চিকিৎসা পরিকাঠামোর ভঙ্গুর দশা।

ফলে রোগ নিরাময়ে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। দেশটির দক্ষিণ হোয়াংহাই প্রদেশের বিভিন্ন এলাকায় এই মহামারি ছড়িয়েছে। ৮০০টিরও বেশি পরিবারে রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। অসুস্থদের সকলকে ওষুধ সরবরাহ করা হচ্ছে। কমপক্ষে ১৬০০ জন এক অজানা আন্ত্রিক রোগে ভুগছেন।

আক্রান্তদের কলেরা বা টাইফয়েড হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অনুমান সত্যি হলে, খাদ্যসঙ্কটের মুখে পড়তে পারে সে দেশ। কারণ, দক্ষিণ হোয়াংহাই প্রদেশই উত্তর কোরিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলির মধ্যে অন্যতম।

ইতিমধ্যেই সে দেশের স্বাস্থ্য মহলকে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বেহাল স্বাস্থ্য পরিকাঠামোয় কোভিড পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসেই প্রথমবার সরকারি ভাবে সে দেশে কোভিড সংক্রমণের কথা জানানো হয়। তারপর লাফিয়ে বেড়েছে সংক্রমণ। যদিও কত সংখ্যক মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন, সেই তথ্য প্রকাশ্যে আনেনি কিম প্রশাসন। শুধুমাত্র জ্বরে আক্রান্তের সংখ্যা জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?