অনলাইন ডেস্ক, ১৫ জুন।। আগামী ১৩ জুলাই সৌদি আরব ও ইসরায়েল সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউস বাইডেনের এই সফরের কথা জানিয়েছে। বাইডেনের সৌদি আরব সফরে যাওয়ার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।
কারণ, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সৌদি আরবে মানবাধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেখানকার যুবরাজ মোহাম্মদ সালমানের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এর ফলে সৌদির সঙ্গে আমেরিকার সম্পর্কে অবনতি ঘটেছ।
২০১৮ সালে তুরস্কে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পিছনে সৌদি যুবরাজের হাত ছিল বলে মনে করে মার্কিন গোয়েন্দারা। সেই সৌদি যুবরাজই এখন কার্যত দেশ চালাচ্ছেন। সৌদি সফরে শুধু সৌদির রাজা সালমানের সঙ্গে বাইডেন আলোচনা করবেন তাই নয়, যুবরাজের সঙ্গেও বৈঠক করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘হ্যাঁ, যুবরাজের সঙ্গেও প্রেসিডেন্টের দেখা হবে। ’
কেন সৌদি সফর?
ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে এখন বিশ্বের পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। অশোধিত তেলের দাম প্রচুর বেড়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ইউরোপ। এই অবস্থায় সৌদি তেল উৎপাদন বাড়িয়ে দিয়েছে।
তারা দিনে ছয় লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং এই অঞ্চলে চীনের প্রভাববৃদ্ধি। ফলে এখন সৌদিকে গুরুত্ব দিতেই হচ্ছে। সৌদি বিরোধিতার নীতি নিয়ে আর চলতে পারছেন না বাইডেন।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন সেখানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্বের সমস্যা নিয়ে কথা বলবেন। ইয়েমেনে জাতিসংঘের উদ্যোগে শান্তি স্থাপন প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হবে। এছাড়া আর্থিক ও প্রতিরক্ষার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলে তিনি জানিয়েছেন।
বাইডেন প্রথমে ইসরায়েল যাবেন এবং প্রেসিডেন্ট নাফতালি বেনেটের সঙ্গে আলোচনা করবেন। তিনি পশ্চিম তীরেও যাবেন। সেখানে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।