স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৫ জুন।। ডাবল ইঞ্জিনের উপহার, বৃষ্টিতে অফিসের ভেতরে
ছাতা হাতে কাজ করছেন কর্মচারীরা, নষ্ট হচ্ছে সার।
কদমতলা কৃষি উপ বীজাগারের হাল বড়ই বেহাল। বৃষ্টি হলেই অফিসের ভেতরে ছাতা হাতে কাজ করতে হয় কর্মচারীদের। এমনকি অফিসে বসার মতো জায়গা নেই, বৃষ্টিতে ভিজে সার নষ্ট হয়ে যাচ্ছে।
রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার দায়িত্ব যাদের উপর তারাই বেহাল অবস্থার শিকার। নিন্দুকেরা বলেন কৃষি দফতরের কর্মচারীরা যেখানে নিজেদের সমস্যা দূর করতে ব্যর্থ তারা রাজ্যের সমস্ত কৃষকদের কি সাহায্য করবেন।
ঘটনায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে কর্মচারীদের সমস্যা সমাধানের চেষ্টা করার দাবী জানাল কৃষকরা। এই পরিস্থিতি চলতে থাকলে কৃষকেরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।