স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাবে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। কোভিড সেন্টার গুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য কর্মী নেই। যুদ্ধ কালীন অবস্থায় স্বাস্থ্য কর্মী নিয়োগের কোনরকম ব্যবস্থা নেই রাজ্য সরকারের।পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং শয্যার অভাব।
এ ধরনের পরিস্থিতি সরকারি মুকাবিলা করার তো কোনরকম উদ্যোগ নেই, বরং রাজ্যের মানুষ এই পরিস্থিতিতে কিছু বলার সুযোগ দিচ্ছে না প্রশাসন।প্রদেশ কংগ্রেস ভবনের বুধবার সাংবাদিকদের সাথে বৈঠক করে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। তিনি আরো বলেন, ছোট রাজ্য ত্রিপুরা পরিস্থিতি এতটা নাগালের বাইরে যাওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি প্রধান কারণ।
কারণ সরকার বহিঃরাজ্য থেকে আগতদের লটারির মতো ৫:১ জন করে নমুনা পরীক্ষা করাতে এই বিপত্তি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন সরকার সার্ভে যদি সঠিকভাবে করত তাহলে রাজ্যে প্রতিদিন পাঁচ থেকে সাত শতাধিক করোনা রোগীর সন্ধান মিলত না। এ ধরনের পরিস্থিতি মুকাবিলা করতে সরকারকে চাপে রাখতে আগামী ২১ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বনধ ডাকা হয়েছে। আর সেই বনধ সকলে সাড়া দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এদিকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, রাজ্যে আপামর জনগণের স্বার্থে আগামী ২১ সেপ্টেম্বর বনধ -এর ডাক দেওয়া হয়েছে। সকাল ৬ টা থেকে ১২ ঘন্টা মাঠে নেমে বনধ পালন করা হবে। জরুরী পরিষেবা বনধ -এর আওতার বাইরে থাকবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এস সি কংগ্রেসের চেয়ারম্যান বিজয় দাস সহ অন্যান্য নেতৃত্ব।