নাগরিকদের ইস্তাম্বুল ছেড়ে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক, ১৪ জুন।। নাগরিকদের ইস্তাম্বুল এড়াতে বা যদি ইতোমধ্যেই সেখানে অবস্থান করে থাকে তবে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। ৩০ মে তুরস্ক ভ্রমণের বিরুদ্ধে যে পরামর্শ হয়েছিল, তা আরও জোরদার করা হয় সোমবার।

কারণ হিসেবে দেশটি বলেছিল, ইরানিদের দ্বারা অবকাশযাপনকারী ইসরায়েলিদের হত্যা বা অপহরণ করার হুমকি ছিল।  খবর ভয়েস অব আমেরিকা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, তাদের নিরাপত্তা বাহিনীর ‘বড় প্রচেষ্টা’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘ইসরাইলিদের জীবন রক্ষা করেছে’। এ জন্য তুর্কি সরকারের অবদানকে ধন্যবাদের সঙ্গে স্মরণ করেন তিনি।

এ বিষয়ে ইসরায়েল বিস্তারিত তথ্য না দিলেও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তুরস্ক ইরানের বেশ কয়েকজন সন্দেহভাজন ‘অপারেটিভ’কে গ্রেপ্তার করেছে। এর আগে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

গত ২২ মে ইরানের বিপ্লবী গার্ড কোর কর্নেল হাসান সায়াদ খোদাইকে হত্যার জন্য ইহুদিবাদী দেশটিকে দায়ী করে ইরান।
নীতি অনুসারে ইসরায়েল এ গুপ্তহত্যার অভিযোগ স্বীকার বা অস্বীকার করেনি।

উল্টো তারা কর্নেল হাসানকে বিশ্বব্যাপী নিজেদের নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছে। তুরস্ক ইসরায়েলিদের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এক দশকের বেশি টানাপোড়েনের পর দেশ দুটি তাদের সম্পর্ক ভালো করছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?