স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৩ জুন।। দক্ষিণ জেলায় দুদিনের সফর শেষে সোমবার বিরোধী দলের নেতা মানিক সরকারের নেতৃত্বে বিধায়কের এক প্রতিনিধি দল সোমবার দুপুর ১.২০ মিনিট নাগাদ দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট জনগনের আশু দাবি নিয়ে মোট ১৮ টি দাবির স্মারকলিপি তুলে দেন।প্রত্যেক টি বিষয়ে জেলা শাসকের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। স্মারক লিপি প্রদানের পর দপুর ২.৩০ মিনিট নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সাংবাদিকসম্মেলনে মিলিতহয়।
বিরোধী দল নেতা মানিক সরকারের পৌরহিত্যে এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক সুধন দাস, প্রভাত চৌধুরী, যশবীর ত্রিপুরা, শ্যামল চক্রবর্তী, ভানুলাল সাহা,সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার। সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে বিরোধী দল নেতা মানিক সরকার বলেন লড়াই একমাত্র বিকল্প পথ,দক্ষিণ জেলা,বিভিন্ন মহকুমা, ব্লকে বসবাসকারি জনগনের সমস্যা গুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দক্ষিণ জেলা ৯৮ টি গ্রামপঞ্চায়েত,৭০ টি ভিলেজ কাউন্সিল, ৮ টি ব্লক।
সারা রাজ্যে মানুষের কাজ, নেই,খাদ্য নেই,অধ্রাহার অনাহার এর থেকে মানুষ কে বাঁচাতে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, রেগা, টুয়েপ,বামফ্রন্ট এর সময়ে ৮০/৮৫ দিনের কাজ হতো, রেগাতে সারা ভারত বর্ষের মধ্যে প্রথম পাঁচ নম্বরে থাকত ত্রিপুরা,বর্তমান রেগাতে দুর্নীতি চলছে রেগার কাজে মেষিন ব্যাবহার চলছে।বিদ্যুৎ নেই, কৃষি ক্ষেত্রে সঠিকভাবে সেচের জলে মিলছেনা কৃষকদের,ব্যাংক ঠিক ভাবে কাজ করতে পারছেনা, বিদ্যুতের অভাব, সেলফোনের বাতি জ্বালিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসা কর্মী দের।
ত্রিপুরার মানুষ প্রতিদিন বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে।সামাজিক ভাতায় ৫০ হাজার নাম কেটে দেওয়া হয়েছে ,ঘর প্রাপক বেনিফিসারী দের মধ্যে যাদের বঞ্চিত করা হচ্ছে তাদের ঘর প্রদানের ও পেনশন প্রাপকদের পেনশন প্রদানে ব্যাবস্হা গ্রহনের দাবি রাখেন,স্বাস্থ্য দপ্তরে কর্মী স্বল্পতা, পাশ করে বসে আছে বহু যুবক যুবতী নিয়োগ নেই,চিকিৎসা না করিয়ে রেফার দিয়ে দিচ্ছে হাসপাতালগুলি, বিদ্যাজোতি প্রকল্পে ত্রিপুরার সকল স্কুলে চালু করতে হবে।
এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলনেতা।মিড ডে মিল পাম্প অপারেটর দের রাজনৈতিক কারনে ছাটাই করা হচ্ছে। দক্ষিণ জেলার জেলা শাসক প্রতিটি বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন, এদিনের সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা মানিক সরকার বিষয়গুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
পাশাপাশি তিনি এও বলেন দলমত নির্বিশেষে সকলে মিলে শহরে এসডিএম,ব্লকে বিডিও দের চাপ সৃষ্টি করতে হবে। লড়াই চলবে, বর্তমান রাজ্য সরকার লড়াই কে ভয় পায়, দাবি আদায়ে লড়াই সংগ্রাম জারী রাখতে হবে বলেন বিরোধী দল নেতা মানিক সরকার।