অনলাইন ডেস্ক, ১২ জুন।। চীনকে হুমকি এবং প্রতিপক্ষ বা এমনকি শত্রু গণ্য করা ঐতিহাসিক এবং কৌশলগত ভুল হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে। তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ এবং সংকটজনক সন্ধিক্ষণে রয়েছে।
রবিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবেচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংলাপ শাংরি-লা সংলাপে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। জেনারেল ওয়েই ফেংহে বলেন, ‘চীন বিশ্বাস করে যে, স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক উভয় দেশ এবং পুরো বিশ্বের স্বার্থের জন্যই ভালো’।
তিনি বলেন, ‘বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ। সংঘাত আমাদের দুই দেশের বা অন্য কোনো দেশেরই উপকারে আসবে না। চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে প্রতিযোগিতা ব্যবহারের বিরোধিতা করে’।
‘চীনকে হুমকি এবং প্রতিপক্ষ বা এমনকি শত্রু হিসাবে গণ্য করার ওপর জোর দেওয়া একটি ঐতিহাসিক এবং কৌশলগত ভুল হবে। ’তিনি যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে এবং চীনের স্বার্থের ক্ষতি করা বন্ধ করতেও আহবান জানান। তিনি বলেন, তা না করলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে না।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার অভিযোগ করেন, চীন তাইওয়ানকে নিজেদের ভুখণ্ড হিসেবে দাবি করে এবং ‘অস্থিতিশীল সামরিক তৎপরতা’ চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এর জবাবে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত রাখতে চীন ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ বলেও ঘোষণা দিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী।