বাবর আজমের আরেকটি চমৎকার ব্যাটিং প্রদর্শনীতে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ১১ জুন।। অধিনায়ক বাবর আজমের আরেকটি চমৎকার ব্যাটিং প্রদর্শনীতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।

উইন্ডিজের বিপক্ষে টানা ৩১ বছর ওয়ানডে সিরিজে হারেনি পাকিস্তান। সেই ধারা অব্যাহত থাকল। ১৯৯১ সালে সর্বশেষ ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫০ ওভারের সিরিজে হেরেছিল পাকিস্তান। মুলতানে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানে হেরেছে উইন্ডিজ। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে মূল্যবান ২০ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে টানা ১০ ম্যাচ জিতল তারা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেলে কুমার সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসাতে পারতেন বাবর। সেই আশা জাগিয়ে ৭৭ রান ফেরেন এই ডানহাতি ব্যাটার। টানা তিন সেঞ্চুরির পর ফিফটি পেলেন ২৭ বছর বয়সী তারকা। ওয়ানডেতে টানা চার সেঞ্চুরি পাওয়া একমাত্র ক্রিকেটার সাঙ্গাকারা।

২০১৫ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন লঙ্কান কিংবদন্তি ব্যাটার।উইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?