স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১০ জুন।।
কৈলাসহরের জলাই এবং উজান জলাই গত ২দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার রাতে ২টি বিয়েও ছিল।
বিদ্যুৎ না থাকায় অন্ধকারে বিয়ে হয়। ক্ষুব্ধ জনতা বারবার বিদ্যুৎ দফতরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল না হওয়ায় রাতে বিদ্যুৎ দফতরে এসে তান্ডব চালায়।
অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। তাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে নিগমের তরফে কৈলাসহর থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ করলে বেশ কয়েকজনের নামধাম জানতে পারে। পুলিশ দু’জনকে আটক করেছে। প্রসঙ্গত, কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই।
নিগমের তরফে পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে তেমন কোন গুরুত্ব দেওয়া হয় না। তাতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।