স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৭ জুন।। বিলোনিয়া রামঠাকুর পাড়ার আরতী রানী দাসের নিখোঁজের বিষয়ে গত ৫ জুন বিলোনিয়া থানার দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা।
৬ জুন সকাল বাংলাদেশের পরশুরাম থানার অন্তর্গত ডুবলারচান এলাকার মুহুরী নদীর পাড়ে একাশিয়া গাছের ডালে আরতী রানী দাসের মৃতদেহ উদ্ধার হয়।
মঙ্গলবার সকালে মুহুরীঘাট সীমান্ত শুল্ক বাণিজ্যকেন্দ্র দিয়ে আরতি রানী দাসের মৃতদেহ ছেলে রিপন দাসের হাতে হস্তান্তর করা হয়। কিভাবে ওই মহিলা বাংলাদেশে গেল এবং কিভাবে মৃত্যু হল।
এটি কি আত্মহত্যার ঘটনা নাকি হত্যাকান্ড। এনিয়ে স্থানীয় লোকজন রীতিমতো উদ্বিগ্ন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।