স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর।। বিশ্বকর্মা পূজায় লাভের মুখ দেখবে বলে আশা ব্যাক্ত করছে শান্তিরবাজারের মৃৎ শিল্পীরা। আগামী বৃহস্পতিবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবে সারা রাজ্যবাসী।এইবছর করোনা ভাইরাসের প্রভাবে আনন্দে কিছুটা ব্যঘাত ঘটলেও প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হবে রাজ্যবাসী।
শান্তিরবাজার মহকুমার মৃৎ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় উনারা এই বছর মুর্ক্তি তেমন একটা বিক্রি হবে না বলে ভেবেছিলো। তাই সকলে সীমিত পরিমানে মূর্ক্তি তৈরি করেছিল। কিন্তু উনারা দেখছেন উনাদের তৈরী সবকয়টি মুর্ক্তি বিক্রি হয়ে গেছে। অনেক লোক মুর্ক্তি ক্রয় করতে এসে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে।
এক কথায় বলাচলে লোকজনের চাহিদা অনুযায়ী বাজারে মুর্ক্তি নেই। মৃৎ শিল্পীরা জানান এই মহামারি চলাকালিন সময়ে উনারা নানান দিক থেকে ঋন নিয়ে চলেছেন। বর্তমানে উনারা এই মুর্ক্তি বিক্রি করে ঋন পরিষোধ করবে। এতে করে উনারা স্বতি ফিরে পাবেন। অপরদিকে দেখা যায় বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে মুর্ক্তি ব্যাবসায়ীরা মেলাঘরের মুর্ক্তি নিয়ে শান্তিরবাজারে হাজির হয়েছেন।
উনাদের সঙ্গে কথা বলে জানা যায় অন্যান্য বছরের তুলনায় এইবছর মুর্ক্তির সংখ্যা কম এনেছেন। কিন্তু উনারা আশাবাদী এই মুর্ক্তিগুলি ভালো দামে বিক্রি করতে পারবেন। দেবশিল্পী বিশ্বকর্মার পূজার প্রয়োজনীয় অন্যান্য মাটির সামগ্রী নিয়ে হাজির মৃৎ শিল্পীরা। এখন শুধু পূজার অপেক্ষা।