অনলাইন ডেস্ক, ৩ জুন।। দু হাজার কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ গান্ধী পরিবারের বিরুদ্ধে। কংগ্রেস সরগরম। বিতর্ক চরমে।ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি ডাক পাড়তেই সোনিয়া গান্ধী চলে গিয়েছেন আইসেলেশনে। তিনি করোনা আক্রান্ত বলে চিকিৎসকদের দাবি। এদিকে সোনিয়া পুত্র রাহুল গান্ধী বিদেশে। তাঁকে হাজিরা দিতে ডাক পাঠাল ইডি।
ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতির মামলায় এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আগামী ১৩ জুন তলব করল সিবিআই। এর আগে ২ জুন ইডির সদ দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু রাহুল গান্ধী বিদেশে থাকার কারণে ইডির কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন।
জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ডের ২০০০ কোটি টাকার সম্পত্তি ভুয়ো কোম্পানি খুলে তছরুপের অভিযোগ রয়েছে গান্ধী পরিবারের বিরুদ্ধে। সেই মামলাতেই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি।
সোনিয়া ও রাহুল দু জনেই ইডি দফতরে হাজিরা দেবেন বলে জানান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।
ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা রয়েছে ইয়ং ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার হাতে৷ যে সংস্থার পৃষ্ঠপোষক কংগ্রেস৷
২০১২ সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরূপের অভিযোগেই সনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে ইডি৷ দু’ জনের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা৷