স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জুন।। আমবাসা মহকুমার অন্তর্গত ঈশান চন্দ্র পাড়া হয়ে জওহর নগর ধলাই জেলা শাসক অফিস যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর ধলাই নদীর উপর যে ব্রিজ নির্মাণ করা হচ্ছে তা নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। ২০০৬ সালে ধলাই নদীর উপর এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়।
বহুদিন ব্রিজের নির্মাণ কাজ বন্ধ থাকায় এলাকাবাসীরা বিভিন্ন সময় ব্রীজটি সম্পন্ন করার দাবি নিয়ে পথ অবরোধ করে। একবার দুবার নয় বেশ অনেকবার অবরোধ হয় আমবাসা গন্ডাছড়া রাস্তা। প্রশাসনিক তরফে অনেকবার প্রতিশ্রুতি দেয়ার পর অবশেষে পুনরায় ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য হাত লাগায় ।
কিন্তু এলাকার জনগণের অভিযোগ নির্মাণকাজে নির্মাণের কাজ করা হচ্ছে। ব্রিজ টির স্থায়িত্ব নিয়ে তাদের সন্দেহ। এলাকাবাসীরা চাইছেন সংশ্লিষ্ট প্রশাসন যেন নির্মাণ কাজের গুণগত মানের তদারকি করে। উল্লেখ্য ধলাই নদীর উপর ওই এলাকায় এই ব্রিজ টি সম্পন্ন হলে এলাকাবাসীরা অনেকটাই উপকৃত হবেন।