স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২ জুন।। গত ৭ মাস আগে মন্দীর নগরী উদয়পুর পুরানো মোটর স্ট্যান্ড IIFL ফাইন্যান্স থেকে মহারানী হীরাপুরের বাসিন্দা তাসলিমা বেগম সাড়ে তিন আনির এক জোড়া কানের দৃল দিয়ে মোট ১২ হাজার টাকা ঋণ নিয়েছেন। IIFL ফাইন্যান্সের নিয়ম অনুযায়ী ছয় হাজার টাকা পরিশোধ ও করেছেন।বাকি টাকা পরিশোধ করে নিজের সখের কানের দৃল ফেরত নিতে আসেন বৃহস্পতিবার দিন।
ফাইন্যান্স কোম্পানিতে টাকা ফেরৎ দিয়ে নিজের কানের দৃল ফেরাৎ চাইলে কর্তৃপক্ষ জানিয়ে দেন কানের দৃল তাসলিমা বেগম পাপে না। বিক্রি করা হয়ে গেছে তাসলিমা বেগমের সখের কানের দৃল গুলি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে তাসলিমা বেগম।সঙ্গে সঙ্গে তাসলিমা বেগম রাধা কিশোর পুর থানায় ছুটে যান।থানার গিয়ে সমস্ত ঘটনা জানালে রাধা কিশোর পুর থানায়। থানা থেকে পুলিশ ছুটে আসেন IIFL ফাইন্যান্সে অফিসে।কথা বলেন কর্মীদের সাথে।
মন্দির নগরীতে এই প্রথম নয় লোন নিয়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনা।গত কিছু দিন আগেও উদয়পুরে সংবাদ শিরোনামে এসেছে এই রকম গ্রাহক প্রতারণার কথা।এখন দেখার বিষয় তাসলিমা বেগম নিজের সখের কানের দৃল ফেরৎ পান কিনা।