অনলাইন ডেস্ক, ২ জুন।। ফের গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলগামে একজন ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই ব্যক্তিকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার এদিন সকালে আরে মোহনপোরা শাখায় যাচ্ছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
ওই পুলিশ আধিকারিক জানান, “জঙ্গিরা কুলগাম জেলার আরেহ মোহনপোরায় এলাকি দেহাটি ব্যাংকে এক ব্যাংক কর্মচারীকে (ম্যানেজার) লক্ষ্য করে গুলি চালায়। এই সন্ত্রাসী ঘটনায় তিনি গুরুতর আহত হন। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। এলাকা ঘিরে ফেলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে’।
গুরুতর অবস্থায় তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও শেষ রক্ষা হয় না, হাস্পাতালেই তিনি মারা যান। হামলার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে এলাকাটি ঘিরে ফেলে।