স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। ১ জুন থেকে শহরের অটো’তে মিটার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু যে পরিমাণ মিটারের প্রয়োজন সেই তুলনায় সরবরাহ করতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
এদিকে পরিবহণ দফতর শহরের বিভিন্ন জায়গায় অটো চালকদের জরিমানা করছেন। যাদের অটো’তে মিটার নেই তাদের জরিমানা করা হচ্ছে। এদিন এমবিবি বিমান বন্দরের সামনেও জরিমানা আদায় করা হয়। এতে অটো চালকরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন।
ক্ষুব্ধ অটো চালকদের অভিযোগ ২০০ কোটি টাকার জন্য অটো চালকদের উপর মিটার চাপানো হয়েছে। টাকা জমা দিয়েও মিটারের দেখা নেই অথচ অটো চালকদের কাছ থেকে জরিমানা আদায় করছে পরিবহণ দফতর।