স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। আগরতলা সুভাষনগর এলাকার রূপা দাস নামে মহিলাকে গত সোমবার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর তিনি এক কন্যা সন্তান প্রসব করেন। শিশুর শরীরের অক্সিজেন লেভেল কম ছিল বলে শিশুকে আলাদাভাবে রাখা হয়। মা কিংবা বাবা’কে শিশুর মুখ দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
বুধবার দিনভর শিশুর বাবা এবং পরিবারের লোকজন হাসপাতালে ছিলেন। তাদেরকে দিয়ে শিশুর জন্য বিভিন্ন ধরণের পরীক্ষাও করানো হয়। এদিন রাতে চিকিৎসক জানান শিশুর শারীরিক অবস্থা খারাপ। এমনকি পরে জানানো হয় শিশু মারা গেছে।
এনিয়ে শিশুর বাবা প্রশ্ন তুলেন- কেন দিনভর তাদের জানানো হয়নি শিশুর শারীরিক অবস্থা ভালো নয়। তাদের অভিযোগ শিশু আগেই মারা গেছে। কিন্তু তাদের জানানো হয় অনেক দেরিতে। এনিয়ে বুধবার রাতে জিবি হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়।