স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩১ মে।। পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী বেকারি বৃদ্ধির প্রতিবাদে পাঁচ দফা দাবির সমর্থনে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল সংঘটিত হয় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে ফ্লেক ফেস্টুনে সুসজ্জিত হয়ে মিছিলটি এক নং টিলা,সিনেমা হল কর্নার, হয়ে সোজা চলে যায় বিদ্যাপীঠ কর্নার থেকে পুনরায় একনং টিলা এসে শেষ হয়। দীর্ঘ কয়েক বৎসর পর লাল ঝান্ডার ফ্লেগ ফেষ্টুন ময় এক সাড়াজাগানো মিছিল প্রতক্ষ করলো বিলোনীয়াবাসী।
এদিনের মিছিলে নারী পুরুষ সকল অংশের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিল শেষে এক নং টিলা হয় সভা, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক মন্ডলির সদস্য ত্রিলোকেশ সিনহা কে সভাপতি করে শুরু হয় এদিনের সভার কাজ, সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্বরা বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি পেট্রোপন্যে,নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য এদিনের সভা থেকে তীব্র হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্বরা।
এদিনের মিছিলে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দও সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক মন্ডলির সদস্য রিপু সাহা,আশীষ দত্ত সহ,বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব কর্মি সমর্থকরা।