স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩০ মে।। রক্ষকই যখন ভক্ষক হয়- সাধারন জনগনের ঘাম ঝরানো অর্জিত অর্থ সুরক্ষিত থাকবে কি করে? সোমবার সকালে এমনই এক ঘটনা প্রত্যক্ষ করল বিলোনিয়াবাসি। বিলোনিয়া আইডিবিআই ব্যাংক সেলস এক্সিকিউটিভ পদের কর্মচারী প্রীতম পালের অর্থ তছরুপের কান্ড থেকে। বিলোনীয়া কলেজ স্কোয়ারস্হিত IDBI ব্যাংকের দুই একাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা ও সৌরভ বৈদ্যের সাথে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ্যে আসতেই, ব্যাংকে মজুদ অর্থের সুরক্ষা নিয়ে ব্যাংক গ্রাহকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত 25শে এপ্রিল আইডিবিআই ব্যাংক গ্রাহক দীপঙ্কর সাহার অ্যাকাউন্ট থেকে 26000 টাকা ট্রানস্ফার হয়ে যায়- সৌরভ বৈদ্যের একাউন্টে। পাশাপাশি সৌরভের সাথে দীপঙ্করের কোন প্রকার লেনদেন জনিত ব্যাপার না থাকলেও কিভাবে টাকা ওরএকাউন্টে চলে গেল কিছুতেই হিসেব মেলাতে পারছেন না অ্যাকাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা। দেড় মাস আগে একটি চেক চেয়ে বন্ধু সৌরভকে ওর একাউন্টে বেশ কিছু টাকা ঢুকিয়ে দেবে বলেও আশ্বাস দিয়েছিল আইডিবিআই ব্যাঙ্কের কর্মরত সেলস এক্সিকিউটিভ প্রিতম পাল।
এদিকে সোমবার সকালে একাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে গেলে প্রীতম ওকে ভুলিয়ে ভালিয়ে ব্যাংক থেকে বাড়িতে পাঠাতে চাইলে অ্যাকাউন্ট হোল্ডার সার্বিকভাবে ঘটনায় সন্দেহের গন্ধ পেয়ে নিজের গচ্ছিত অর্থের সুরক্ষার তাগিদে- একাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা একটি লিখিত মামলা দায়ের করেন বিলোনিয়া থানাতেই। তদন্তের স্বার্থে ছুটে আসেন বিলোনিয়া থানার কর্তব্যরত অফিসার সহ বিশাল পুলিশবাহিনী। পরক্ষণে ব্যাংকের দায়িত্বরত ম্যানেজারের সাথে কথা বলার পর- উনার কাছ থেকেও স্পষ্ট কোনো সদুত্তর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা বলতে গিয়ে পরোক্ষভাবে ব্যাংক গ্রাহকের কষ্টার্জিত গচ্ছিত অর্থ সত্যি সুরক্ষিত কিনা- এ বিষয়ে স্পষ্ট সদুত্তর দিতে পারেননি আইডিবিআই বিলোনিয়া শাখার ব্যাঙ্ক ম্যানেজার অভ্রদীপ সরকার ।