স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ মে।। নির্বাচনের প্রাক-মুহূর্তে ফের পুরনো দাবি-দাওয়া নিয়ে সরব আত্মসমর্পণকারী বৈরীরা। সোমবার তাদের এক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। ওই সংগঠনের নেতারা জানান দাবি-দাওয়া নিয়ে তারা বহুবার আন্দোলন করেছিলেন।
বারবার আমলাদের দ্বারস্থ হলেও দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সেই দাবিগুলো পূরণ না হলে ৫ জুন আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বলে আগাম জানিয়ে দিয়েছেন। চম্পকনগর ব্রিজের সামনে তারা জাতীয় সড়কে বসবেন বলে জানান।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বিশেষ করে বাম জমানায় সরকারের আহ্বানে রাজ্যে প্রচুর সংখ্যক বৈরী আত্মসমর্পণ করেছে। সরকার তাদের পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অনেক আত্মসমর্পণকারী বৈরী পুনর্বাসনের সুযোগ পায়নি।