অনলাইন ডেস্ক, ৩০ মে।। যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিইভের বাইরে গেলেন দেশটির প্রেসিডেন্ট।
রবিবার ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
কার্যালয়ের তথ্যানুযায়ী, উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের লড়াইয়ে সম্মুখসারির সেনাদের অবস্থান দেখেছেন তিনি।
সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেনের সেনাদেরকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি খারকিভের ধ্বংসাবশেষও পরিদর্শন করেন। তাকে ছবিতে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে দেখা গেছে।
বিবিসির এক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা।
বিবিসি জানায়, জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে।
তাতে ক্যাপশনে লেখা রয়েছে, ‘খারকিভ এবং ওই অঞ্চলে ২,২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। খারকিভ এবং অন্য সব শহরে-গ্রামে শয়তান হানা দিয়েছিল।’
এদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে।
তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযানকে বিনা উসকানিতে আগ্রাসন আখ্যা দিয়েছে।