সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার রয়েছে মিডিয়ার : রাজীব ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।।মিডিয়া অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সরকারের প্রতিবিম্ব৷ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার রয়েছে মিডিয়ার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চাইছেন ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা প্রগতিশীল রাজ্য হিসাবে গড়ে উঠুক৷ প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য৷

রাজীব ভট্টাচার্য্য আরও বলেন, সমগ্র বিশ্ব যেন ত্রিপুরাকে আলাদা করে চিনে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন৷ মিডিয়াও যেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায় এবং বিকাশ করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন৷ রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পূর্বে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷ তখন এই হত্যা কাণ্ডের তদন্ত সিবিআই-র হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করা হয়েছিল৷

কিন্তু রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে দুই সাংবাদিকের হত্যা কাণ্ডের তদন্ত সিবিআই-র হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সাংবাদিকদের পেনশন এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হয়েছে৷
শ্রীভট্টাচায্য বলেন, সাংবাদিকদের আবাসন তৈরির জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ আগরতলা প্রেসক্লাবের উন্নতিকরণের জন্য বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সংবাদ মাধ্যম পরিচালনার জন্য যত সুবিধার প্রয়োজন তার প্রতি হাত বাড়িয়ে দিয়েছে৷ কিছু কিছু লোক মুখ্যমন্ত্রীর মানসিকতার অপবেক্ষা করার চেষ্টা করছে৷

ভারতীয় জনতা পার্টি সর্বদা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সম্মান জানিয়ে আসছে৷ আগামি দিনেও তা করা হবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই দৃষ্টিকান রেখে কাজ করছে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য৷ সম্প্রতি একাংশ সংবাদ মাধ্যমকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে যে গুঞ্জন চলছে, তারও পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্ণের জবাব দিতে গিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?