অনলাইন ডেস্ক, ২৭ মে।। শিক্ষন নিয়োগে দুর্নীতি মামলায় এবার চার বছরের কারাবাস হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দিল্লির একটি আদালত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করেছে। সেই সঙ্গে তাঁর চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে আদালত।
রাউজ অ্যাভিনিউ আদালতের রায় অনুযায়ী, হেইলি রোড, গুরুগ্রাম, জনপ্রতিনিধি, পঞ্চকুলা এবং আসোলায় ও পি চৌটালার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি সিবিআইকে ৫ লক্ষ টাকা দিতে বলেছে আদালত। ফাসেলের কথায়, এই জরিমানা না দিলে আরও ছ’মাস জেল খাটতে হবে। ২০০৮ সালে ওম প্রকাশ চৌটালা এবং আরও ৫৩ জনের বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজ্যে ৩,২০৬ জন জুনিয়র বেসিক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের সঙ্গে সম্পর্কিত একটি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। ২০১৩ সালেও দোষী সাব্যস্ত হন তিনি। ২০১৩ সালের জানুয়ারিতে জেবিটি কেলেঙ্কারিতেও দোষী সাব্যস্ত হন চৌটালা৷ জেবিটি কেলেঙ্কারি ছাড়াও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির এটি দ্বিতীয় মামলা, যেখানে ও পি চৌটালাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সিবিআই-এর পেশ করা চার্জশিট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালা ১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্যে ৬.০৯ কোটি টাকার (তাঁর বৈধ আয়ের উৎসের চেয়ে বেশি) সম্পত্তি অর্জনের জন্য দায়ী। ২০১৯ সালের মে মাসে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৩.৬ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।