অনলাইন ডেস্ক, ২৭ মে।। আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের গীতাঞ্জলি শ্রী। ভারত ভাগের ওপর লেখা ‘টোম্ব অব স্যান্ড’ উপন্যাসের জন্য এই পুরস্কার লাভ করেন তিনি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার লন্ডনে এক অনুষ্ঠানে ভারতীয় এই লেখক বলেন, আমি সম্পূর্ণ অভিভূত হয়েছি। হিন্দি ভাষায় লেখা প্রথম বই হিসেবে এটি ৫০ হাজার পাউন্ড মূল্যমানের এই পুরস্কার পেয়েছেন। তিনি এটি বইটির ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েলের সাথে ভাগ করে নিয়েছেন।
এই উপন্যাসে স্বামী মারা যাওয়া ৮০ বছরের এক নারীর জীবনে দেশভাগের প্রভাব নিয়ে লিখেছেন লেখিকা।
উত্তরপ্রদেশের মনিপুরিতে জন্মগ্রহণ করেন ৬৪ বছরের গীতাঞ্জলি শ্রী।
যুক্তরাজ্য থেকে তার প্রথম প্রকাশিত বই ‘টোম্ব অব স্যান্ড’। তার আগে ২০১৮ সালে বইটি প্রথমে হিন্দি ভাষায় ‘রেত সমাধি’ নামে প্রকাশিত হয়।
তিনটি উপন্যাস ছাড়াও বেশ কয়েকটি গল্প সংকলন লিখেছেন এই লেখিকা।
বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার। প্রতিবছর ইংরেজিতে অনুদিত এবং যুক্তরাজ্য কিংবা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইয়ের জন্য দেওয়া হয় এই পুরস্কার।