স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ মে৷৷ সমস্ত জল্পনার অবসান৷ ত্রিপুরা বিধানসভার চারটি শূন্য আসনে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন৷ আগামী ২৩শে জুন হবে ভোট গ্রহণ এবং ২৬শে জুন ভোট গণনা৷
যে চারটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেগুলি হল, ৬ আগরতলা, ৮ বড়দোয়ালী, ৫৭ যুবরাজনগর এবং ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্র৷ আগামী ৩০মে থেকে শুরু হবে মনোনয়নপত্র দাখিল৷ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন হচ্ছে ৬ জুন৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ৭ জুন এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ জুন৷
প্রসঙ্গত, ৮ বড়দোয়ালী এবং ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক যথাক্রমে আশীষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মণ অতি সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন৷ অন্যদিকে ৪৬ সুরমা কেন্দ্রের বিধায়ক আশীষ দাস কিছুদিন পূর্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ অন্যদিকে ৫৭ যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ প্রয়াত হয়েছেন৷ এই জন্য চার কেন্দ্রের উপনির্বাচন জরুরী হয়ে পড়েছে৷