অনলাইন ডেস্ক, ২৫ মে।। কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাটচাষীদের আয়বৃদ্ধির দিকটিকে অগ্রাধিকার দিয়ে পুরো পরিস্থিতির পর্যালোচনা করে ২০শে মে থেকে কাঁচা পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুট কমিশনারের দপ্তর সংগঠিত ও অসংগঠিত সূত্র মারফৎ বিভিন্ন তথ্য সংগ্রহ করে কাঁচা পাট এবং মেস্তা/ বিমলি-র ২০২২-২৩ সময়কালে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছে। টিডিএন-৩ প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য হয়েছে কুইন্টাল প্রতি ৪ হাজার ৭৫০ টাকা। টিডিএন-১ প্রজাতির ক্ষেত্রে মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ৪২৫ টাকা এবং টিডিএন-২ –এর জন্য মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ২২৫ টাকা।
এছাড়াও টিডিএন-৪ ও টিডিএন-৫ –এর জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে কুইন্টাল প্রতি ৪ হাজার ২২৫ টাকা ও ৪ হাজার ২৫ টাকা। মেস্তা/ বিমলির ক্ষেত্রে এম১, এম২, এম৩, এম৪, এম৫ ও এম৬-এর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ক্যুইন্টাল প্রতি ৩৫০০টাকা, ৩৪০০টাকা, ৩২৭৫টাকা, ৩১৭৫টাকা, ৩০৭৫টাকা, ২৯৭৫টাকা। ২০২২-২৩ সময়কালে কাঁচা পাট সংগ্রহ করার প্রক্রিয়ায় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ামক সংস্থার দায়িত্ব পালন করবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ৪০ লক্ষ পাট চাষী উপকৃত হবেন। এাড়াও জুটমিল ও পাট সংক্রান্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যগ সংস্থাগুলিও সরকারের এই সিদ্ধান্তে লাভবান হবে। কৃষকদের যাতে অভাবি বিক্রি করতে না হয় এবং পাট শিল্পের বিভিন্ন দিক বিবেচনা করে জুট কমিশনারের দপ্তর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার ২৪শে মে পাটের ন্যূনতম মূল্য নির্ধারণ চূড়ান্ত করেছে।