স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ মে।। আজ সকাল বেলায় ত্রিপুরা রিক্সা সংগঠনের পক্ষ থেকে এক রেলির মাধ্যমে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া কে নিয়ে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সভাপতি হিরন মিয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
আপনারা হয়তো অনেকেই জানেন গত সোমবার পুর নিগমের পক্ষ থেকে আগরতলার সমগ্র প্যাডেল রিক্সা এবং ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই আজ ত্রিপুরা রিক্সা সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। উনারা অভিযোগ করেছেন যে বিগত ২০১৯ সালে প্রায় আড়াই হাজার রিক্সা শ্রমিক লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন। কিন্তু আজ অবধি উনাদেরকে লাইসেন্স দেওয়া হয়নি, তাহলে পুনরায় কেন উনারা একই ফর্ম দ্বিতীয় বার পূরন করে পৌরসভায় জমা করতে যাবেন?
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মোট তিনটি ফর্ম সমস্ত রিক্সা শ্রমিকদের জমা করতে হবে। ফরমের মূল্য ৩০০ টাকা, রাজ্যের অসহায় নিরীহ রিক্সা শ্রমিকদের পক্ষে ৩০০ টাকার ফর্ম ক্রয় করা সহজসাধ্য নয়। সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে এমনটাই জানান ত্রিপুরা রিক্সা সংগঠনের সভাপতি হিরন মিয়া।