স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ মে।। রাজ্যজুড়ে যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না।ফের দূরপাল্লার গাড়ি এবং মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত এক মহিলাসহ দুজন। বর্তমানে মহিলার চিকিৎসা চলছে জি.বি.পি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আঠারমুড়া পাহাড় এর আসাম আগরতলা জাতীয় সড়কের ৩৫ মাইল এলাকায় বুধবার দুপুরে।
সংবাদে জানা যায়, খোয়াই রামচন্দ্র ঘাট এলাকা থেকে TR 06 5058 মোটরসাইকেল নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে আমবাসার উদ্দেশ্যে যাচ্ছিল। মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশে ৩৫ মাইল এলাকায় আসা মাত্রই অপর দিক থেকে আসা NL01 Q 8512 দূরপাল্লার লরির সাথে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে বাইকটি লরির পেছনের চাকার নিচে চলে যায়। এই দুর্ঘটনায় আহত হয় বাইক চালক এবং বাইক আরোহী দুজনেই। পরে আহত দুজনকে সাধারণ জনগণ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
দুজনের মধ্যে মিঠুন দেব -কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও উর্মিলা দেবের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে জিবি হাসপাতালে প্রেরণ করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে দুজনের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। এদিকে ঘাতক গাড়ির চালক দুর্ঘটনার পর পালিয়ে যায় বলে খবর। মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাইক এবং গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।