অনলাইন ডেস্ক, ২৫ মে।। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা রাজধানী অভিমুখে প্রতিবাদ মিছিল নিষিদ্ধ করেছে সরকার।
দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট গভীর হওয়ায় নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান।
ইমরান খানের সমর্থনে সারাদেশে বিক্ষোভ মিছিলের সময় গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহতের পর মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একটি সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিবাদ মিছিলের উপর নিষেধাজ্ঞা দেন।
মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে উল্লেখ করে সানাউল্লাহ বলেন, কাউকে রাজধানী অবরোধ করার অনুমতি দেওয়া হবে না।
ইমরান খানের নেতাকর্মী ও সমর্থকদের শোডাউনের সময় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা।
তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন কর্মকর্তা পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এবং তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান বুধবার তার সমর্থকদের ইসলামাবাদে মিছিল করার আহ্বান জানিয়ে সরকারকে সতর্ক করেছিলেন যে নতুন নির্বাচনের জন্য সংসদ ভেঙে না যাওয়া পর্যন্ত রাজধানী ছেড়ে যাবে না। তিনি হাজারো লোক জড়ো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।