অনলাইন ডেস্ক, ২৫ মে।। পুরীর মন্দিরের কাছে খুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগন্নাথ মন্দির চত্বরে। মঙ্গলবার রাতের ঘটনা। দুষ্কৃতীরা বাইক নিয়ে নিয়ে পুরীর মন্দিরের সামনে এসে গুলি চালায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক পূজারির ছেলের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মৃতের নাম শিবরাম পাত্র। মৃত শিবরাম তীর্থনগর হিসেবে পরিচিত হরিচণ্ডি তালুচ্ছা সাহির এক পূজারির ছেলে ছিলেন।
পুলিশ সূত্রে খবর, রাতে দুটি বাইকে করে দুষ্কৃতী আসে। এসেই তারা শিবরামকে লক্ষ্য করে পর পর দুরাউণ্ড গুলি চালায়। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান ফটক থেকে ২০ মিটার দূরত্বে এই ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান।
ঘটনার পর পরই সেখানে যান, পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খুনের জন্য ব্যবহৃত হাতিয়ারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে প্রণয়ের সম্পর্কের কারণে খুন করা হয়েছে ওই পূজারির ছেলেকে।