অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। আদালত অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হওয়া আইনজীবী প্রশান্ত ভূষণ নিজের জরিমানার অর্থ এক টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।এ প্রসঙ্গে বর্ষীয়ান এই আইনজীবী জানিয়েছেন, জরিমানার অর্থ প্রদান করা মানে এই নয় যে আদালতের সিদ্ধান্তকে মেনে নিলাম।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের দাখিল করা হবে। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য ওমর খালেদকে গ্রেফতার করা হয়েছে। সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য নেতাদের উত্যক্ত করা হচ্ছে। প্রশান্ত ভূষণ আরও জানিয়েছেন, আগামী দিনে প্রত্যেকটা নাগরিক থেকে এক টাকা করে নিয়ে সত্যতার কোষাগার তৈরি করা হবে। সরকারের বিরুদ্ধে বললে কোন ব্যক্তিকে যদি উত্যক্ত করা হয়। তবে সেই অর্থ দিয়ে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে সহায়তা করা হবে।
মত প্রকাশের স্বাধীনতার ওপর ভিত্তি করে কোন মানুষ যদি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তবে প্রশাসন তাকে দুর্ভোগের ফেলতে তৎপর হয়ে উঠেছে।রাজস্থানের কিষান মজদুর সংগঠনের বালুরাম সহ অন্যান্য ব্যক্তি এই কোষে এক টাকা প্রদান করেছেন।