অনলাইন ডেস্ক, ২৫ মে।। উত্তর কোরিয়া বুধবার সকালে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর বিবিসির।
সিউল কর্তৃপক্ষ জানায়, পিয়ংইয়ংয়ের সুনান অঞ্চল থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো মহাশূন্যের দিকে নিক্ষেপ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফর শেষে এশিয়া অঞ্চল ত্যাগ করার একদিন পরই উত্তর কোরিয়া এই কার্যক্রম চালায়।
এই বছরের শুরু থেকেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে।
বুধবার সকালে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জাপান। তবে এই সংখ্যা বেশি হতে পারে বলে জানায় দেশটি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবুও কিশি বলেন, প্রথম মিসাইলটি ৩০০ কি.মি উঁচুতে কমপক্ষে ৫৫০ কিলোমিটার দূরে পতিত হয়। দ্বিতীয়টির ৫০ কিলোমিটার উঁচুতে গিয়ে ৭৫০ কিলোমিটার দূরে পতিত হয়।
কিশি এই কার্যক্রমের সমালোচনা করে বলেন, এ ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি জাপান এবং আন্তর্জাতিক মহলের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি।
মিসাইল নিক্ষেপের পর এক বৈঠকে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সংস্থা এই পরীক্ষাকে ‘গভীর উসকানি’ হিসেবে অবহিত করেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন পাঁচ দিনের সফর শেষে বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এশীয় অঞ্চল ত্যাগ করেন। এই সময়ে তিনি দক্ষিণ কোরিয়া এবং জাপানেও সফর করেছেন।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এর আগে সতর্ক করেছিল যে, বাইডেনের সফরকালে উত্তর কোরিয়া সম্ভবত আরেকটি অস্ত্র পরীক্ষা করার জন্য প্রস্তুত।
এর আগে বাইডেন বলেছিলেন যে, উত্তর কোরিয়া যা কিছু করে তার সবকিছুর জন্যই যুক্তরাষ্ট্র প্রস্তুত।