স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর।। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর মুহুরীপুর এলাকা থেকে রতনপুর যাতায়তের সুবিধার্থে একটি ঝুলন্ত ব্রীজ স্থাপন করা হয় বেশ কয়েক বছর পূর্বে। এই ব্রীজটি দিয়ে প্রথমে সঠিকভাবে লোকজন চলাচল করলেও বর্তমানে এইব্রীজটি মরনফাঁদে পরিনত হয়ে রয়েছে। এলাকাবাসীরা জানান দীর্ঘ ৪ বছর যাবৎ এই ব্রীজটি ভগ্ন দশায় পরিনত হয়ে রয়েছে। এই ভগ্নদশায় থাকা ব্রীজ দিয়ে লোকজন প্রতিনিয়ত জীবনের ঝুঁকিনিয়ে নদী পারা পার হচ্ছে। যে কোনোসময় হতেপারে বড় সড় দুর্ঘটনা।
এলাকাবাসীরা আরও জানায় এই ব্রীজটি মুহুরী নদীর উপর অবস্থিত। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধী পেলে ব্রীজের সমান জল এসে পৌঁছায়। এতে করে লোকজনদের যাতায়তে অসুবিধার সন্মুখীন হতে হয়। এছাড়াও এই ব্রীজে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটার স্বীকার হচ্ছে পথচারীরা।এলাকার লোকজন জানায় রতনপুর এলাকার প্রায় ৭০ পরিবারের লোকজন এই ব্রীজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। অপরদিকে উত্তর মুহুরীপুর গ্রামপঞ্চায়েতের অধিনে থাকা সকল লোকজন যাতায়তের জন্য এই ব্রীজটি ব্যাবহার করতেহয়। তাই এলাকাবাসীর দাবী সকলের যাতায়তের সুবিধার্থে ব্রীজটি দ্রুত সংস্কার করা হোক।