স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৪ সেপ্টেম্বর।। রাজ্যে ক্রমশ করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু একাংশ মানুষ এখনো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। এই সকল মানুষ মাস্ক পরিধান না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক করতে সোমবার ময়দানে নামে উত্তর জেলার কদমতলা থানার পুলিশ।
থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ এইদিন কদমতলা বাজারের ব্যবসায়ী সহ বাজারে আসা সাধারন মানুষকে সতর্ক করে। কদমতলা থানার ওসি জানান এখন আগের মতো বহিঃরাজ্য থেকে লোক আসছে না। এখন শুধু মানুষের গাফিলতির কারনে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে। মানুষ বিষয়টিকে সহজ ভাবে নিচ্ছে। অনেকে মাস্ক ব্যবহার করছে না। তাই কদমতলা বাজারে ব্যবসায়ী থেকে সাধারন মানুষ সকলকে সচেতন করা হয়েছে শেষ বারের মতো। তারপরও কেউ মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।