গরিব পড়ুয়াদেরকে স্মার্টফোন এবং ইন্টারনেট সরবরাহ করার দাবি উঠল

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। করোনা মহামারী জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করার ঝুকি বেড়ে চলেছে। ফলে অনলাইন শিক্ষাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের প্রতিটা পড়ুয়া যাতে অনলাইন শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রেখে বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদের নিম্নকক্ষ লোকসভায় গ্রামাঞ্চল এবং অন্যান্য এলাকায় বসবাসকারী গরিব পড়ুয়াদেরকে স্মার্টফোন এবং ইন্টারনেট সরবরাহ করার দাবি উঠল।

এদিন লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা আপনা দল (এস)-এর সভানেত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, বহু প্রচেষ্টার পরেও গ্রামাঞ্চল এবং অন্যান্য এলাকার গরিব পড়ুয়ারা ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, টিভি, রেডিওর সুবিধা থেকে বঞ্চিত। এর জেরে অনলাইন শিক্ষা গ্রহণের সুযোগ তারা পাচ্ছে না। ইউনেস্কোর রিপোর্ট তুলে ধরে অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, করোনার জেরে বিশ্বের ১৫১ টি দেশে স্কুলপড়ুয়াদের পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই তালিকায় ভারতও রয়েছে। স্কুল বন্ধ থাকার কারণে বাড়িতে অনলাইনে বসে পঠন-পাঠন চলছে। দেশের সমৃদ্ধশালী পরিবারগুলির পড়ুয়ারা স্মার্ট ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, রেডিও, ট্যাবলেট সহ দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে অনলাইনে পঠন-পাঠন নিতে সক্ষম। কিন্তু গ্রামাঞ্চলে বসবাসকারী দরিদ্র পরিবারগুলি এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। এমনকি বহু পরিবারের কাছে বিদ্যুতের পরিষেবাটুকুও নেই।

কেন্দ্রীয় সরকার দেশের ইন্টারনেট পরিষেবা গড়ে তুলতে সচেষ্ট। এর পেছনে বরাবর গুরুত্ব দিয়ে এসেছে। সময় চাহিদার মেনে গ্রামাঞ্চল সহ অন্যান্য জায়গায় বসবাসকারী গরিব পড়ুয়াদের অন্তত একটি স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা প্রদান করা জরুরী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?