স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ মে।।প্রতিদিন জীবন জীবিকার জন্য সকাল থেকে হাঁড় ভাঁঙ্গা পরিশ্রম করে নিজের ও পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এই গ্রাম থেকে অন্যগ্রামে গিয়ে লাকড়ী সংগ্রহ করে বিক্রি করে কিংবা কখনো নিজ পরিবারের জন্য নিয়ে যাওয়া হয়।
উদয়পুর মহকুমার মাতাবাড়ি, চন্দ্রপুর এলাকার প্রতিদিনের ছবি।জীবন জীবিকার জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য পুরুষদের সঙ্গে মহিলারা ও লাকড়ী বিক্রি করে আসছে।সমীর, পরিমল কিংবা জীবন রা কিছু বলতে রাজি না হলেও চন্দ্রপুরে ৫৬ বছরের জ্যোৎস্না সরকার অকপটে স্বীকার করে জানান প্রতিদিন না হলেও প্রায়ই গভীর জঙ্গল থেকে লাকড়ী সংগ্রহ করে মাথায় করে নিয়ে আসেন। পরিবারের সাত জনের সংসার। এক ছেলে।ছেলের একটি অটো রিস্কা গাড়ি থাকলেও সাত জনের সংসার এই আয়ে চলে না। বৃদ্ধা স্বামী,ছেলে -ছেলের বউ,নাতি নাতীন রয়েছে সংসারে।
প্রতিদিনে খাওয়া, ঔষধ পএ,কিংবা নাতি-নাতীনদের পড়া শুনার খরচ চালানো খুবই কষ্টের।পরিবারে বিপি এল কার্ড থাকার ফলে রেশনে দুই টাকার চাল পাচ্ছেন। বৃদ্ধা স্বামীর ভাতা পাচ্ছেন।বাড়ীতে উজ্জ্বলা যোজনা গ্যাস থাকলে ও গ্যাস কিনে চালানোর ক্ষমতা প্রতিমাসে সম্ভব হয় না।বর্তমান সরকারের কাছে জোসনা দেবীর একটা অনুরোধ নিজে যদি একটি ভাত পেতেন তাহলে সংসারের জন্য খুবই ভাল হতো।আগামী দিনে নাতি নাতীনরা যাতে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে পরে এই