অনলাইন ডেস্ক, ২১ মে।। বঙ্গ সফরে এসে অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিল। একেবারে বলা যায় শাহের শাহী নৈশভোজ। যার জন্য দারুন এক জল্পনার সৃষ্টি হয়েছিল বঙ্গ রাজনীতিতে। কিন্তু সেই জল্পনার অবসান না ঘটতে ঘটতেই আবার আরেক জল্পনার সূত্রপাত।
এবার শোনা যাচ্ছে জয় শাহের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই খবরে জল্পনা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পেল, বিশেষ করে তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা যা যেন এই খবর আরও অনেকটাই উস্কে দিল।
সূত্রের মাধ্যমে জানা গেছে আগামী ২৭ ও ২৯ মে গুজরাটে থাকতে পারেন সৌরভ গাঙ্গুলী। কারণ শোনা যাচ্ছে, ২০২২ এর আইপি এলের কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আর সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে নৈশ ভোজের আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জয় শাহ ও সৌরভ গাঙ্গুলী একসাথে কাজ করেন, তাই সৌজন্যতার খাতিরে এই নৈশভোজের ডাক, এমনটা মনে হলেও অনেকেই যেন এর মধ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন।
মাত্র দুদিনের জন্য বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ, আর সেখানে এসেই তার পরিকল্পনা মাফিক কাজ গুলোর মধ্যে সৌরভের বাড়িতে নৈশ ভোজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কিছু সময়ের জন্য হলেও রাজ্য রাজনীতি যেন তেলপাড় হয়ে ওঠে।
হঠাৎ করে কেন এই আমন্ত্রণ? তাহলে কি বিজেপির প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের টান রয়েছে? এমন সব প্রশ্ন উঠলেও এটা যে সৌজন্যবোধের আমন্ত্রণ সেটা অনেকেই মনে করেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেন, আমি সৌরভকে বলব যাতে তাকে বেশী করে দই , মিষ্টি খাওয়ায়। এটাই বাংলার সৌজ্যনতাবোধ।