স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২০ মে।।শুক্রবার ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপাহী জলা জেলা কমিটির উদ্যোগে সিপাহী জলা জেলা শাসকের নিকট 12 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেন, ডেপুটেশন শেষ করে বিশালগড় অফিস টিলা অবস্থিত সিপিএম অফিসে সংবাদ সম্মেলন করেন।
সিপাহী জলা জেলা শাসকের নিকট ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ভানু লাল সাহা, বিধায়ক রতন কুমার ভৌমিক, বিধায়ক শহীদ চৌধুরী, বিধায়ক তপন দাস, এমডিসি রমেন্দ্র দেববর্মা। সিপাহীজলা জেলা শাসকের নিকট যে 12 দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করেছেন সেই দাবি গুলিকে নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক ভানু লাল সাহা, বিধায়ক শহীদ চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক এর উপস্থিতিতে অফিস টিলা সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতা মানিক সরকার এই 12 দফা দাবি সনদ বিষয় নিয়ে সাংবাদিকের সামনে বিস্তারিত তুলে ধরেন, সাংবাদিক সম্মেলনে 17 18 19 রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার সহ 6 জন বিধায়ককে নিয়ে সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমা সোনামুড়া মহকুমা এবং জাম্পুইজালা মহকুমা প্রদর্শন করে জনগণের সাথে কথা বলেছেন। এই প্রতিনিধি দলটি 31 টি গ্রাম কমিটি এলাকায় বসবাসকারী জাম্পুইজালা এলাকার লোকদের সাথে কথা বলেছেন, 46 টি গ্রাম পঞ্চায়েত এবং 10 টি ভিলেজ কমিটি এলাকা, বিশালগড় পরবর্তী এলাকায় বসবাসকারী বিশালগড় মহকুমা 67 টি গ্রাম পঞ্চায়েত, 17 টি ভিলেজ কমিটি এলাকা বসবাসকারী জনগণের সাথে কথা বলেছেন।
দাবিগুলোর মধ্যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিভিন্ন স্থানে ডাক্তার নার্স প্যারামেডিকেল কর্মীদের ঘাটতি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরেন। সমস্ত স্তরের স্কুল প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষকের ঘাটতি রয়েছে। বিশালগড় বিজয় নদীর কিরে ভাঙ্গন তার পার্শ্ববর্তী বসতভিটে জমি নষ্ট হয়ে যাচ্ছে প্রয়োজনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। রাজ্যের বিরোধী নেতা মানিক সরকার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন।
সমস্ত স্তরের স্কুল প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষকের ঘাটতি রয়েছে। বিশালগড় বিজয় নদীর কিরে ভাঙ্গন তার পার্শ্ববর্তী বসতভিটে জমি নষ্ট হয়ে যাচ্ছে প্রয়োজনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। রাজ্যের বিরোধী নেতা মানিক সরকার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এক মাসের সময় দেওয়া হয়েছে যদি সেই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে আগামী দিনে পুনরায় আবারো সতর্ক করা হবে।