স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ সেপ্টেম্বর।। সোমবার সকালে সিপাহীজলা জেলার জেলা শাসক বিশ্বশ্রী বি সিপাহীজলা জেলার সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক ডক্টর চন্দ্রানী বিশ্বাস এবং অতিরিক্ত জেলা শাসক তমাল মজুমদারকে সাথে নিয়ে চরিলাম ব্লক এলাকার চারটি অঙ্গনওয়ারী সেন্টার ঘুরে দেখেন। প্রথমে তিনি যান দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সংঘ অঙ্গনওয়ারী সেন্টারে। সেখানে গিয়ে বিশাল আকারে অঙ্গনারী সেন্টারের নামে জায়গা দেখে শিশুদের জন্য একটা বাগান করার নির্দেশ দেন। স্কুল বাউন্ডারির ভিতরের এই জায়গাকে কিভাবে কাজে লাগানো যায় অতিরিক্ত জেলা শাসককে দেখার জন্য বলেন।
অঙ্গনওয়ারী সেন্টারের দিদিমনির কাছ থেকে খোঁজ খবর নেন কতজন শিশু সেন্টারে আসে সেই বিষয়ে। পার্শ্ববর্তী কোন ইংরেজী মাধ্যম বিদ্যালয় রয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন। সেখান থেকে তিনি চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েত এলাকার দুইটি অঙ্গনারী সেন্টার ঘুরে দেখেন। একটি অঙ্গনারী সেন্টারের ভিতরে ওয়াল পেইন্টিং করার জন্য ব্লক আধিকারিককে নির্দেশ দেন। চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুইটি অঙ্গনওয়ারী সেন্টারে জলের সমস্যা রয়েছে।
সেই সমস্যা কি ভাবে দূর করা যায় সেই বিষয়ে ব্লক আধিকারিককে দেখার জন্য বলেন। তারপর তিনি যান বাঁশতলী এডিসি ভিলেজে থাকা অঙ্গনওয়ারী সেন্টারে। জেলাশাসক বিশ্বশ্রী বি সিপাহীজলা জেলার কয়টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এবং কোথায় কি সমস্যা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক ডক্টর চন্দ্রানী বিশ্বাসের নিকট।