অনলাইন ডেস্ক, ২০ মে।। পিকের কংগ্রেসে যোগদান দেওয়া নিয়ে আগেই অনেক জল্পনা কল্পনা তৈরী হয়েছিল, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছিল পিকে নিজেই। কংগ্রেসের হাল ফেরানোর চেষ্টা করতে তিনিও দারুণ ভাবে সচেষ্ট হয়েছিল, সেটা প্রকাশ্যে না করলেও বাহ্যিক দিক থেকে বোঝা গেছে কম বেশী।
তবে পিকে কেমন ধরনের রাজনৈতিক কূটনীতিবিদ, সেটার প্রমাণ আমরা পেয়েছি। তাই এবার তাঁর আগাম ভবিষ্যৎবাণী কংগ্রেসকে অনেকটাই চাপের মুখে ফেলল বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি এবার গুজরাট, হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে বলে জানিয়েছে।
পিকে একেবারে সাফ কথা জানিয়েছেন, রাজস্থানের উদয়পুরে কংগ্রেস যে ঢাকঢোল পিটিয়েছিল তাতে লাভের লাভ কিছুই হয় নি। এই বিষয় নিয়ে তিনি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন আমাকে লোকে বারবার জিজ্ঞাসা করে কংগ্রেসের উদয়পুর চিন্তন শিবিরের ফলাফল কি হল? আমার মতে এতে কোনো লাভ হয়নি কংগ্রেসের।
তারা একটু বেশী সময় পেল ঠিকই কিন্তু সেটা হিমাচল প্রদেশ, গুজরাটে ভরাডুবি পর্যন্ত। যদি কয়েক সপ্তাহ আগে ফিরে দেখা যায়, তাহলে লক্ষ্য করা যাবে কংগ্রেসের সাথে দফায় দফায় বৈঠক করেছে পিকে। কংগ্রেসকে তুলে ধরার জন্য পিকে অনেক পরামর্শ দিয়েছে বলেও জানা যায়।কিন্তু লাভের লাভ তেমন একটা হয় নি।
কংগ্রেসের তরফ থেকে বারবার পিকে কে যোগ দিতে বলা হয় দলে। কিন্তু সেই প্রস্তাব একেবারেই খারিজ করে দেয় পিকে। এখন আপাতত নিজের ব্যাক্তিগত রাজনৈতিক দল গঠন করেছেন তিনি, এখন শুধু সেটা শুরু করার অপেক্ষায়।