মুম্বই ছেড়ে মানালি উড়ে গেলেন বলিউডের ‘কুইন’

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। শিবসেনার সঙ্গে সংঘাতের আবহেই মুম্বই ছাড়লেন কঙ্গনা রানায়াত। সোমবার সকালে ভারাক্রান্ত মন নিয়ে মুম্বই ছেড়ে মানালি উড়ে গেলেন বলিউডের ‘কুইন’। প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর, বুধবারই দীর্ঘ ৬ মাস পর মায়ানগরীতে ফিরেছিলেন কঙ্গনা।

কিন্তু সেইদিনই মুম্বইয়ে তাঁর পালি হিলসের অফিসে বুলডোজার চালয় বিএমসি। এ নিয়ে শিবসেনার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিনেত্রী। সোমবার টুইটে নিজের বিদায় বার্তা জানিয়ে কঙ্গনা লেখেন, ‘মন ভারাক্রান্ত, মুম্বই ছাড়ছি, এই ক’দিন ধরে যে ভাবে আমাকে ভয় দেখানো হয়েছে-লাগাতার আক্রমণ এবং গালিগালাজ আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে।

আমার অফিসের পর আমার বাড়িটাও ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, সারাক্ষণ অ্যালার্ট সিকিউরিটি-যারা অস্ত্র হাতে নিয়ে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। বলতে বাধ্য হচ্ছি মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করে একদম ঠিক করেছি। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা।

সেই থেকেই টুইটারে শুরু কঙ্গনার সঙ্গে শিবসেনা নেতাদের বাকযুদ্ধ। অভিনেত্রীকে মুম্বই না ফেরবার পরামর্শ দিয়েছিলেন রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রীও। এর উত্তরে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করলে এই বিরোধ নতুন মাত্রা নেয়। যদিও সেই হুমকির তোয়াক্কা না করে জোর গলায় ৯ সেপ্টেম্বর মুম্বই ফেরার কথা ঘোষণা করেন কঙ্গনা।

নিজের কথামতো রীতিমত নাটকীয় ভাবে মুম্বইয়ে আসেন কঙ্গনা রানাউত। এদিকে সেদিনই কাকতালীয়ভাবে বান্দ্রার অফিস ভাঙা শুরু করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে বৃহন্মুমই পুরসভার তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কঙ্গনার পালি হিলস স্থিত অফিস বাড়ি। যদিও মনিকর্ণিকা ফিল্মসের অফিসে কোনওরকম বেআইনি নির্মান ছিল না দাবি কঙ্গনার।

মুম্বই ফিরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তুই ফিল্ম মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে আমার থেকে প্রতিশোধ নিলি? সময়ের চাকা ঘুরবে। তুই আজ আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহংকার ভাঙবে। এদিকে মুম্বইয়ে এই কদিন থাকার মধ্যে কার্নি সেনা কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের সঙ্গে সাক্ষাত্‍ করেন কঙ্গনা রানাউত।

এরই মাঝে রবিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করেন কঙ্গনা। প্রায় মিনিট কুড়ির এই বৈঠকে কঙ্গনা রাজ্যপালকে নালিশ করেন উদ্ধব সরকারের বিরুদ্ধে। অভিনেত্রীর কটাক্ষের পর বসে নেই মহারাষ্ট্র সরকারও। অভিনেত্রীর বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামছে মুম্বই পুলিশ।

সূত্রের খবর, মহারাষ্ট্র সরকারের তরফে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে তদন্ত শুরু করার জন্য লিখিত নির্দেশও দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, কঙ্গনা রানাওয়াতের বন্ধু ও অফিসের কর্মীদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?