অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর এদিনই জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন দেশের ২৫ জন সাংসদ। অধিবেশন শুরুর তিন দিন আগে সমস্ত সাংসদদের জন্য বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
সেই পরীক্ষার রিপোর্টেই এই ২৫ জন সাংসদের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়ম মেনে, আক্রান্ত সাংসদরা কেউই এদিন সংসদে আসেননি। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৭ জন লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ রয়েছেন ৯ জন। সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদরা।
লোকসভায় বিজেপির ১২ জন সাংসদ আক্রান্ত হয়েছেন করোনায়। মীনাক্ষী লেখি, অনন্ত কুমারের মতো নেতা-নেত্রীর দেহে মিলেছে করোনা সংক্রমণ। এছাড়াও তালিকায় ওয়াইএসআর কংগ্রেসের দুজন, শিবসেনা, ডিএমকে ও আরএলপির একজন করে সাংসদের নাম আছে।