স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৯ মে।। সাই কম্পিউটার লিমিটেডকে কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব দেওয়ার পর থেকে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিনের পর দিন তাদের পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। গত ৪-৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা অনিয়মিত হয়ে আছে।
বরং বৃহস্পতিবার সকালে হাইভোলটেজে নষ্ট কয়েক কোটি টাকার বৈদ্যুতিন সামগ্রী। বাড়ি ঘরের টিভি, ফ্রিজ সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যায়। দফায় দফায় সাই কম্পিউটার লিমিটেডের অফিস ঘেরাও করা হলেও কারোর কোনও হেলদোল নেই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। প্রসঙ্গত, বেসরকারি ওই সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার পর কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে।