সোনামুড়ার ময়নামা গ্রামে চুরি, চোরকে ধরে গণধোলাই

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৪ সেপ্টেম্বর।। বাংলায় একটা প্রবাদ আছে আছে চুরের দশদিন আর গৃহস্তের একদিন। এমনি এক ঘটনা ঘটেছে শনিবার রাতে। দীর্ঘ দিন ধরে ময়নামা গ্ৰামে চলছে চুরি।

এই মহামারীর কালীন রাতের অন্ধকারে নিশিকুটম্বের দলেরা প্রতিনিয়ত বাড়ি ঘর দোকান পাট থেকে চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এই কারণে সারা গ্ৰামে আতঙ্ক বিরাজ করছে। শনিবার রাতে চুরি করার সময় হাতে নাতে আটক করলো আলমগির হোসেন নামের এক ২৮ বছরের যুবক কে।

ঘটনার বিবরণে জানা গেছে, সোনামুড়া থানাধীন ময়নামা গ্রামে শনিবার রাত ১১টা নাগাদ আলমগির হোসেন নামে এক যুবক ময়নামা গ্রামের মফিজ মিয়া নামে একযুবকের বাড়িতে গবাদিপশু চুরি করতে যায়।

কিন্তু বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং ঐ যুবক কে আটক করতে সক্ষম হয়। যুবকের কাছে থেকে উদ্ধার হয় দরজার তালা, ও টিন কাঠা হাতিয়ার, তবে সন্দেহ করা হচ্ছে তার আরও দল বল আছে।

উত্তেজিত জনতা প্রথমেই উত্তম মাধ্যম দেয়। তবে চাঞ্চল্যকর ঘটনা হলো গ্ৰামের পরিচালক রা পুলিশ হাতে তাকে তুলে না দিয়ে চুর কে ছেড়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় জনমনে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?