স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। উদয়পুর সেমিফাইনালে। তারকা সমৃদ্ধ বিশালগড়কে হারিয়ে উদয়পুর রাজ্য সিনিয়র ক্রিকেটের শেষ চারে প্রবেশ করেছে। তাও ৬৩ রানের বড় ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে উদয়পুর। বিশালগড়ের লক্ষণ পাল একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে উদয়পুরকে চ্যালেঞ্জিং স্কোরে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিশালগড় শেষ রক্ষা করতে পারেনি। উদয়পুরের স্বপন দাস এবং শংকর পালের পাশাপাশি রানা দত্তের সম্মিলিত বোলিংয়ের দাপটে বিশালগড়ের ব্যাটিং দর্প চূর্ণ হয়ে যায়। ১৭০ রানের টার্গেটে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ১০৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়।
এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে বিশালগড় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। উদয়পুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে ৪৪.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পালের ৩৯ রান রিয়াজউদ্দিনের ৩৬ রান উল্লেখযোগ্য। বিশালগড়ের বোলার শংকর পাল ৩৫ রানে পাঁচটি এবং পারভেজ সুলতান ২২ রানে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া, বিক্রম কুমার দাস ও তাপস মন্ডল পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় ৩৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়।
দলের পক্ষে বাবুল দে সর্বাধিক ৩৬ রান পেলেও অন্যদের ব্যর্থতায় দলের স্কোর বেশিদূর এগোতে পারেনি। উদয়পুরের বোলার স্বপন দাস ৯ রানে এবং শংকর পাল ১৭ রানে তিনটি করে উইকেট পায়। এছাড়া, রানা দত্ত দুটি এবং কমল দাস ও ফারুক হোসেন একটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সেরের স্বীকৃতি হিসেবে উদয়পুরের শংকর পাল পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।