স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। দুর্দান্ত জয় পেয়ে মোহনপুর সেমিফাইনালে। চিরঞ্জিব, জয়ন্তের ষষ্ঠ উইকেট জুটির অনবদ্য ব্যাটিং মোহনপুরকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। হারিয়েছে সাব্রুমকে ৫ উইকেটের ব্যবধানে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাব্রুম ও মোহনপুর পরস্পরের মুখোমুখি হয়েছিল। মোহনপুর এতে ৫ উইকেটে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মেলাঘরে শহীদ কাজল ময়দানে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সাব্রুম ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ সর্বাধিক ৪৬ রান পায়। এছাড়া, সাগর আচার্য ৩০ রানে অপরাজিত থাকেন। রঞ্জিত দেবনাথ পেয়েছে ২৬ রান। মোহনপুরের বোলার জয়দীপ দেব ও মিঠন সরকার দুটি করে এবং অজয় সরকার ও সুভাষ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ৪০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।
৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে মোহনপুর কিছুটা ব্যাকফুটে চলে গেলেও চিরঞ্জিব দেবনাথ এবং জয়ন্ত ভট্টাচার্যের অনবদ্য অপরাজিত জুটি দৃঢ়তার সঙ্গে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। চিরঞ্জিব দেবনাথ ৬১ রানে এবং জয়ন্ত ভট্টাচার্য ৪৬ রানে অপরাজিত থাকেন। সাব্রুমের বোলার মতি ত্রিপুরা দুইটি এবং দীপায়ন দাস, বাপ্পী দেবনাথ ও সাগর আচার্য একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে চিরঞ্জিব দেবনাথকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।