অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) করল আমিরশাহির দুই ক্রিকেটারকে নির্বাসিত করল ।এরা হলেন আমির হায়াত ও আশফাক আহমেদকে।
আমির ও আশফাকের বিরুদ্ধে যে পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তাঁর মধ্যে পড়ে অর্থ বা উপহার সামগ্রির বদলে ম্যাচের ফলাফলে প্রভাবিত করা, যাকে গড়াপেটা বলাই শ্রেয়। এছাড়া ক্রিকেট জুয়ার প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানো, ৭৫০ মার্কিন ডলার বা তারও বেশি মূল্যের উপঢৌকন গ্রহণ এবং যে কোনও ধরণের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা অ্যান্টি কোরাপশন ইউনিটকে না জানানোর মত অভিযোগও রয়েছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।
দুই ক্রিকেটারকে অভিযোগ খণ্ডনের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাঁদের জবাব দেওয়ার সময়সীমা। যদিও অবিলম্বে তাঁদের প্রাথমিক নির্বাসনে পাঠানোর কথা জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
উল্লেখ্য, এমিরেটস ক্রিকেট বোর্ড আগেই নির্বাসিত করেছে আশফাককে। গতবছর অক্টোবরে আইসিসি টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির সময়েই সংশ্লিষ্ট ক্রিকেটারকে সাসপেন্ড করে সংযুক্ত আরব আমিরশাহি বোর্ড। যদিও এতদিন সরকারিভাবে তাঁকে অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়নি।