বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার নিয়েছে অসমে

অনলাইন ডেস্ক , ১৭ মে।। প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার নিয়েছে অসমে। টানা কয়েকদিন ধরে চলছে প্রবল বৃষ্টি। আর বন্যার; প্রভাব পড়েছে অসমের ২০টি জেলায়। ক্ষতিগ্রস্ত অন্তত লাখ দুয়েক বাসিন্দা।


প্রায় ৩৩ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন। অসমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় এলাকা।

ওই জেলাতেই ক্ষতিগ্রস্ত ৫০ হাজারেরও বেশি মানুষ। কাছাড়ের সাড়ে ছ’শোরও বেশি গ্রাম বন্যার কবলে। অন্যদিকে, ১৬ হাজার হেক্টরেরও বেশি পরিমাণ জমি জলের তলায় চলে গিয়েছে।

মৃত্যু হয়েছে দু’জনের। নিখোঁজ বেশ কয়েকজন। অসমের জোরহাট জেলার পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগের।বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অসমের ২২২টি গ্রামে ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রায় ১০৩২১.৪৪ হেক্টর জমি জলের তলায়। সে রাজ্যে প্রায় ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নগাঁও জেলায় কপিলি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

টানা বৃষ্টির জেরে চলতি বছরে প্রথমবার বন্যা প্লাবন পরিস্থিতির মুখোমুখি হল উত্তর-পূর্বের এই রাজ্য। নগাঁওয়ে বাড়িতে আটকে পড়া ৭০-৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জলের তোড়ে ভাসছে আস্ত ট্রেন। বরাতজোরে প্রাণে বাঁচলেন ২৮০০ যাত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?