স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।। গত ১৩ মে, শুক্রবার প্রবল বর্ষণে ভূমিধসের ফলে আগরতলা গুয়াহাটি রেল রুটে রেল চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
হাফলং-এর মাইবং এবং বান্দরখালির মধ্যবর্তী বিভিন্ন জায়গায় রেল ট্র্যাকে বিরাট ভূমিধসে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস সূত্রে জানানো হয়েছে, সারাইয়ের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হতে আরও দু’মাস সময় লাগবে।
গত ১৩ মে আগরতলা-গুয়াহাটি এবং গুয়াহাটি হয়ে ত্রিপুরাগামী ট্রেনে যেসব যাত্রীসাধারণ আটকে পড়েছিলেন রেল মন্ত্রকের পক্ষ থেকে তাদেরকে আটকে পড়া এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। অনেক যাত্রীদেরকেই রেলওয়ের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
যদি কোনও যাত্রীসাধারণ এখনও কোনও সমস্যায় পড়ে থাকেন তবে তাদেরকে রাজ্য পরিবহণ দপ্তরের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। পরিবহণ দপ্তর নিয়মিত এ বিষয়ে রেল মন্ত্রকের সাথে যোগাযোগ রক্ষা করছে।
উল্লেখ করা যেতে পারে, আগরতলা থেকে গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস এবং রাণী কমলাপতি ট্রেন এই রুটে সেই সময় আটকে পড়েছিল। সকলের অবগতির জন্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।