স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।। দুর্দান্ত জয় ত্রিপুরার। জাতীয় হকি আসরে ত্রিপুরা জয়লাভ করেছে। হারিয়েছে ত্রিপুরা থেকে প্রায় পাঁচ গুন বড় রাজ্য হিমাচল প্রদেশকে। এই জয়ের সুবাদে ত্রিপুরা গ্রুপ রানার্স হয়েছে। শক্তিশালী পাঞ্জাবের কাছে হেরে ত্রিপুরার মনোবল অনেকটা ভেঙে পড়লেও কোচের পাশাপাশি সংগঠনের কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনায় ত্রিপুরার মেয়েরা কিন্তু হাল ছেড়ে হতাশাগ্রস্ত হয়নি। উপরন্তু প্রচন্ড খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে ত্রিপুরার মেয়েরা আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে কার্যত ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে যথেষ্ট প্রতিভার পরিচয় দিয়েছে।
আরও কিছুদিন তালিম পেলে ত্রিপুরার মেয়েরাও যে জাতীয় স্তরের হকিতে প্রথম সারিতে স্থান করে নেওয়ার ক্ষমতা রাখে তার প্রমান আজ মিলেছে। মনিপুরের ইম্ফল খুমান লাম্পাক কমপ্লেক্সে আয়োজিত ১২-তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা আজ গ্রুপ লিগের শেষ খেলায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে।
হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। ম্যাচ শুরুর আগে দু’দলের কাছেই ম্যাচটি নিয়মরক্ষার বলে প্রতিপন্ন হয়েছিল। কেননা গ্রুপ-জি থেকে ইতিমধ্যে পাঞ্জাব পরপর দুই ম্যাচে যথাক্রমে হিমাচল প্রদেশকে ৫-০ এবং ত্রিপুরাকে ৩০-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র অর্জন করে নিয়েছে।
হিমাচল প্রদেশ ও ত্রিপুরা টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। উপরি পাওনা বলতে এটাই যে ত্রিপুরা আজ দুর্দান্তভাবে হিমাচল প্রদেশকে হারিয়ে জাতীয় আসরে গ্রুপ রানার্স খেতাব পেয়েছে। যদিও মূল পর্বে খেলার সৌভাগ্য এবারকার মতো হয়নি। তবে আগামী দিনে অবশ্যই চেষ্টা জারি থাকবে বলে খেলোয়ারদের অভিপ্রায়।